চুল ঘন-কালো ও লম্বা করার ৫টি ঘরোয়া উপায়

মেয়েদের সৌন্দর্যের অন্যতম একটি অলংকার লম্বা ঘন কালো চুল । তাই অনেক মেয়েই এই চুল লম্বা এবং ঘন কালো করা নিয়ে টেনশনে থাকেন । তাদের মাথায় প্রায় ঘুরপাক খায় চুল কিভাবে ঘন-কালো এবং লম্বা করা যায় । আজকের আলোচনায় আপনাদের জানানোর চেষ্টা করবো চুল ঘন-কালো ও লম্বা করার ৫টি ঘরোয়া উপায় । তো চলুন শুরু করা যাক ।

১ । এ জন্য আপনাকে  সম পরিমান পেয়াজের রসের সাথে সম পরিমান লেবুর রস মিশ্রিত করে নিতে হবে । এর পর মিশ্রন তৈরী হলে মাথার চুলে দিয়ে মাথা মেজেস করে ভালো মতো চুলে দিয়ে রাখুন । তারপর ঘন্টা ক্ষানিক পর চুল শ্যাম্পু করে নিন ।

২ ।  ১টি ডিম পরিমান মতো তেল এবং মধু একত্রে মিশ্রিত করে নিয়ে দিয়ে এগুলো দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন । হেয়ার মাস্ক বানানো হলে চুলে মেখে নিয়ে একটি তোয়ালে কিংবা কোন কাপড় দিয়ে ২০ থেকে ৩০ মিনিট চুল ঢেকে রাখুন । এই ভাবে তৈরিকৃত হেয়ার মাস্ক দিয়ে সপ্তাহে অন্তত দুই দিন চুল ঢেকে রাকুন ।

৩ ।  ৪ থেকে ৫টি আমলকী ছেচে এর রস বের করে নিন । তারপর ২-৩ট  ভিটামিন ই ক্যাপসুল নিন । ভিটামিন ই এর রস বের করে আমলকী রসের সাথে মিশ্রিত করে নিন । তারপর এই মিশ্রিত উপাদানটি আপনার চুলে তেলের মতো ব্যহার করুন । দেখবেন আপনার চুল হবে লম্বা ঘন এবং দীর্ঘ দীপ্তিময় ।

৪ । টক দই চুল নরম এবং মসৃন করে আমাদের চুলের রুক্ষতা দূর করে । এর ফলে চুল পুষ্টি পায়, ফলে চুল ফাটা কমে যায় এবং চুল ঘন কালো লম্বা হয় । মেহেদি যখন বেটে নিবেন তখন নারিকেল তেল ও টক দইও এর সাথে মিক্সার করে নিবেন । মিশ্রন তৈরী হলে আধা ঘন্টা মাথায় দিয়ে রাখুন । এরপর চুল শ্যাম্পু করে নিন ।

৫ । চুলের জন্য আরোও একটি চমকপ্রদ উপাদান বা কন্ডিশনার হচ্ছে চায়ের লিকার । যেটা আমাদের চুল বৃদ্ধিতে দারুন অবদান রাখে । একটি পাত্রে চায়ের লিকার নিন । তারপর চুল এতে ভালো ভাবে ভিজিয়ে রাখুন । ১০ -১২ মিনিট পর আপনি চুল ভালো করে ধুয়ে নিন । এই পদ্ধতি সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন  ।

এই প্রক্রিয়া গুলো নিয়মিত অনুসরন করলে আপনার চুল হবে দীর্ঘ ঘন এবং কালো । তো আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।





No comments

Powered by Blogger.