সাধারণ জ্ঞান -৯ ইসলাম । GK- নবী ইব্রাহিম আঃ এর প্রথম স্ত্রীর নাম কি ?

* কোন নবী অলৌকিক ভাবে মায়ের কোলেই কথা বলেছিলো ?

* নবী ঈশা আঃ অলৌকিক ভাবে মায়ের কোলেই কথা বলেছিলো ।

* নবী ইব্রাহিম আঃ এর প্রথম স্ত্রীর নাম কি ?

* নবী ইব্রাহিম আঃ এর প্রথম স্ত্রীর নাম সারাহ ।

* কোন নবী মাছের পেটে গিয়েছিলেন ?

* নবী হযরত ইউনুস আঃ মাছের পেটে গিয়েছিলেন ।

* কোন নবী তার অপরিসীম ধৈর্যের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন ?

* নবী হযরত আইয়ুব আঃ তার অপরিসীম ধৈর্যের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন ।

* কোন নবীর বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিলো ?

* নবী হযরত সলায়মান আঃ এর বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিলো ।

* কোন নবী মুসা আঃ এর ভাই ছিলেন ?

* হযরত হারুন আঃ নবী মুসা আঃ এর ভাই ছিলেন ।

* কোন নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন ?

* নবী ইউসুফ আঃ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন ।

* ইসলামের দ্বিতীয় স্তম্ভের নাম কি ?

* ইসলামের দ্বিতীয় স্তম্ভের নাম নামাজ বা সালাত ।

* আরবী কোন মাসে হজ্জ্ব পালন করা হয় ?

* আরবী জিলহজ্ব মাসে হজ্জ্ব পালন করা হয় ।

* রমজান মাসে রাতে যে বিশেষ নামাজ পড়া হয় তাকে কি বলে ?

* রমজান মাসে রাতে যে বিশেষ নামাজ পড়া হয় তাকে তারাবি বলে ।

* সম্পদের কত শতাংশ যাকাত দিতে হয় ?

* সম্পদের ২.৫ শতাংশ যাকাত দিতে হয় ।

* সুর্যদয়ের আগের নামাজকে কি বলা হয় ?

সুর্যদয়ের আগের নামাজকে ফজর নামাজ বলা হয় ।

* সন্ধ্যার নামাজকে কি বলা হয় ?

* সন্ধ্যার নামাজকে মাগরিবের নামাজ বলা হয় ।

* বেহেস্তের সংখ্যা কতটি ?

* বেহেস্তের সংখ্যা ৮ টি ।

* জাহান্নামের সংখ্যা কতটি ?

* জাহান্নামের সংখ্যা ৭ টি ।

* বৃষ্টির দ্বায়িত্বে নিয়োজিত ফেরেস্তার নাম কি ?

বৃষ্টির দ্বায়িত্বে নিয়োজিত ফেরেস্তার নাম কি মিকাইল আঃ ।

* ইসলামে বৈধ কার্যকলাপকে কি বলা হয় ?

* ইসলামে বৈধ কার্যকলাপকে হালাল বলা হয় ।

* ইসলামে নিষিদ্ধ কার্যকলাপকে কি বলা হয় ?

* ইসলামে নিষিদ্ধ কার্যকলাপকে হারাম বলা হয় ।

* ভাগ্যের ইসলামিক পরিভাষা কি ?

ভাগ্যের ইসলামিক পরিভাষা হচ্ছে তাকদির ।

* তাওহীদ শব্দের অর্থ কি ?

* তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ ।

* ঈমান শব্দের অর্থ কি ?

* ঈমান শব্দের অর্থ বিশ্বাস ।

* মক্কার পূর্বের নাম কি ? 

মক্কার পূর্বের নাম "বাক্কা" ।

* পৃথিবীর প্রথম মসজিদ কোনটি ?

* পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে "কাবা" ।

* হযরত মুহাম্মদ সাঃ জন্মের সময় কাবায় কতটি মুর্তি ছিলো ?

* হযরত মুহাম্মদ সাঃ জন্মের সময় কাবায় ৩৬০ মুর্তি ছিলো ।

* কত সালে হযরত মুহাম্মদ সাঃ কাবার মুর্তি অপসারণ করেন ?

* ৬২৯ সালে হযরত মুহাম্মদ সাঃ কাবার মুর্তি অপসারণ করেন ।

* দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীর সংখ্যা কত?

দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীর সংখ্যা ১০ জন ।

* অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে ?

* অন্তরের মদ বলা হয় গানকে ।

* কোন পাপকর্মটি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য ?

* সুদ খাওয়া আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য ।

* জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে ?

* জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে ।

* আযান ও ইকামত নেই কোন সালাতে ?

আযান ও ইকামত নেই ঈদের সালাতে ।

* মুসলিম জাতির পিতা কে ?

* মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আঃ ।












No comments

Powered by Blogger.