সাধারণ জ্ঞান -১০ ইসলাম । GK-কোন নবী পশু-পাখীর ভাষা বুঝতো ?

* যাবুর কিতাব কোন নবীর উপর নাজিল হয় ?

* যাবুর কিতাব নবী হযরত দাউদ আঃ এর উপর নাজিল হয় ।

* কোন পাপের কারণে হযরত লূত আঃ এর কওমেরা ধ্বংশ হয়ে যায় ?

* সমকামীতার জন্য হযরত লূত আঃ এর কওমেরা ধ্বংশ হয়ে যায় ।

* কোন নবী অন্ধকে ভালো এবং মৃতকে জীবিত করতো ?

* নবী হযরত ঈশা আঃ অন্ধকে ভালো এবং মৃতকে জীবিত করতো ।

* কোন নবী পশু-পাখীর ভাষা বুঝতো ?

* নবী হযরত সূলায়মান আঃ পশু-পাখীর ভাষা বুঝতো ।

* কোন নবীর শহরকে আল্লাহ তায়ালা শাস্তি হিসাবে উলটে দেন ?

* নবী হযরত লূত আঃ এর শহরকে আল্লাহ তায়ালা শাস্তি হিসাবে উলটে দেন ।

* কোন নবী বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেন ?

* নবী হযরত ইব্রাহীম আঃ বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেন ।

* কোন নবী সারা বিশ্বের বাদশা হন ?

নবী হযরত সোলায়মান আঃ সারা বিশ্বের বাদশা হন ।

* কোন নবী কে ধুন নুন বলা হয়ে থাকে ?

নবী হযরত ইউনুস আঃ কে ধুন নুন বলা হয়ে থাকে ।

* ইসলামের প্রথম নবী কে ?

* ইসলামের প্রথম নবী হযরত আদম আঃ ।

* কোন নবীকে আল্লাহ তায়ালার বন্ধু বলা হয়েছে ?

* নবী হযরত ইব্রাহীম আঃ কে আল্লাহ তায়ালার বন্ধু বলা হয়েছে ।

* কে কাবা নির্মাণ করেন ?

* ইব্রাহীম আঃ এবং ইসমাইল আঃ কাবা নির্মাণ করেন ।

* কোন নবীকে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছিলো ?

নবী হযরত মুহাম্মদ সাঃ কে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছিলো ।

* কে সর্বপ্রথম কলম দিয়ে লিখেন ?

* নবী হযরত ইদ্রিস আঃ সর্বপ্রথম কলম দিয়ে লিখেন ।

* যাকাত ইসলামের কততম স্তম্ভ ?

* যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ ।

* প্রসিদ্ধ আসমানী কিতাব কয়টি ?

প্রসিদ্ধ আসমানী কিতাব ৪ টি ।

* আল্লাহ তায়ালার গুণবাচক নাম কতটি ?

* আল্লাহ তায়ালার গুণবাচক নাম ৯৯ টি । 

* দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না ?

দাজ্জাল মক্কা ও মদীনা শহরে প্রবেশ করতে পারবে না ।

* মদিনায় হিজরতের পর সর্ব প্রথম কোন সূরাটি অবতীর্ণ হয় ?

* মদিনায় হিজরতের পর সর্ব প্রথম সূরা আল বাকারা অবতীর্ণ হয় ।

* কোন সূরাটি রাসূল সাঃ প্রতি জুম্মার খুৎবায় পড়তেন ?

* সূরা আল ক্বাহফ রাসূল সাঃ প্রতি জুম্মার খুৎবায় পড়তেন ।

* কোন সূরা পাঠ করলে ঘর থেকে শয়তান পলায়ন করে ?

* সূরা আল বাকারা পাঠ করলে ঘর থেকে শয়তান পলায়ন করে ।

* হালাল কাজের মধ্যে সর্ব নিকৃষ্ট কাজ কি কি ?

* হালাল কাজের মধ্যে সর্ব নিকৃষ্ট কাজ স্ত্রী তালাক দেয়া ও ভিক্ষা করা ।

* সবচেয়ে নিকৃষ্ট চোর কে ?

* সবচেয়ে নিকৃষ্ট চোর নামাজের মধ্যে যে চুরি করে ।

* বদর যুদ্ধে কতজন সাহাবা শহীদ হন ?

* বদর যুদ্ধে ১৪ জন সাহাবা শহীদ হন ।

* রাসূল সাঃ কোন বাহনে করে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসায় গিয়েছিলেন ?

* রাসূল সাঃ বোরাক নামক বাহনে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসায় গিয়েছিলেন ।

* সর্বশেষ আসমানী কিতাবের নাম কি ?

সর্বশেষ আসমানী কিতাবের নাম আল কোরআন ।

* কোরআন কোন নবীর উপর নাজিল হয়েছিলো ?

কোরআন হযরত মুহাম্মদ সাঃ এর উপর নাজিল হয়েছিলো ?

* পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছিলো ?

* পবিত্র কোরআন নাজিল হতে ২৩ বছর সময় লেগেছিলো ।

* পবিত্র কোরআনে কতগুলো সূরা আছে ?

* পবিত্র কোরআনে ১১৪ টি সূরা আছে ।

* পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি ?

পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম আল কাওসার ।

* পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি ?

* পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসী ।

* ঈমান কি কমে ও বাড়ে ?

* হ্যাঁ ঈমান কমে এবং বাড়ে ।



No comments

Powered by Blogger.