সাধারণ জ্ঞান -১১ ইসলাম । GK-কোরাআন কার উপর নাজিল হয়েছিলো ?
* কে আমাদের সৃষ্টিকর্তা ?
* আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা ।
* সর্বশেষ আসমানী কিতাবের নাম কি ?
* সর্বশেষ আসমানী কিতাবের নাম আল কোরআন ।
* কোরাআন কার উপর নাজিল হয়েছিলো ?
* হযরত মুহাম্মদ সাঃ উপর কোরাআন নাজিল হয়েছিলো ।
* কোরআনের কোন সূরাটি কোরআনের একতৃতীয়াংশ ।
* সূরা ইখলাস সূরাটি কোরআনের একতৃতীয়াংশ ।
* পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি ?
* পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম সূরা আল কাওসার ।
* ঈমানের সর্বোচ্চ স্তর কোনটি ?
* ঈমানের সর্বোচ্চ স্তর কালিমা/ লা-ইলাহ ইল্লাল্লাহু
* ঈমানের স্তম্ভ কয়টি ?
* ঈমানের স্তম্ভ ছয়টি ।
* ঈমানের সর্ব নিম্ন শাখা কি ?
* ঈমানের সর্ব নিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা ।
* কোরআনে কোন সূরাটি সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিল হয় ?
* কোরআনে সূরা আল ফাতিহা সূরাটি সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিল হয় ।
* সর্বপ্রথম কে কোরআন কে একত্রিত করেন ?
* সর্বপ্রথম আবু বকর রাঃ কোরআনকে একত্রিত করেন ।
* পবিত্র কোরআনে কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই ?
* পবিত্র কোরআনে সূরা তওবায় প্রথমে বিসমিল্লাহ নেই ।
* আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ কোনটি ?
* আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ সহীহ বুখারী ।
* নবীজি কতবার ওমরা করেছেন ?
* নবীজি চারবার ওমরা করেছেন ।
* হিজরতের পর নবীজি কতবার হজ্জ্ব করেছেন ?
* হিজরতের পর নবীজি এক বার হজ্জ্ব করেছেন ।
* কত বছর বয়সে নবীজি ইন্তেকাল করেন ?
* ৬৩ বছর বয়সে নবীজি ইন্তেকাল করেন ।
* সর্ব প্রথম নবী কে ?
* সর্ব প্রথম নবী হযরত আদম আঃ ।
* কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন ?
* নবী হযরত ঈশা আঃ পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন ।
* কোন নবী জেল খেটেছেন ?
* নবী ইউসুফ আঃ জেল খেটেছেন ।
* নবী ইউসুফ আঃ কত বছর জেল খেটেছেন ?
* নবী ইউসুফ আঃ ৭ বছর জেল খেটেছেন ।
* কোন নবীকে নবীদের পিতা বলা হয় ?
* হযরত ইব্রাহিম আঃ কে নবীদের পিতা বলা হয় ?
* শির্ক কত প্রকার ?
* শির্ক ২ প্রকার ।
* কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যু বরণ করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে ?
* শির্ক/শিরক পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যু বরণ করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে ।
* মক্কার কাফেরগণকে মুশরিক বলার কারণ কি ?
* কারণ তারা মুর্তি পুজা করতো ।
* নবী ও রাসূলগণের দাওয়াতের মূল বক্তব্য কি ছিলো ?
* নবী ও রাসূলগণের দাওয়াতের মূল বক্তব্য ছিলো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবূদ নাই ।
* তাবিজ-কবজ ব্যবহার সম্পর্কে ইসলামের হুকুম কি ?
* তাবিজ-কবজ ব্যবহার ইসলামে হারাম ।
* ছোট শির্কে লিপ্ত হলে তার পরিনতি কি ?
* ছোট শির্ক কারী কবীরা গুনাহের চাইতে বড় গুনাহগার ।
* ফেরেস্তা ইসরাফীলের দ্বায়ীত্ব কি ?
* ফেরেস্তা ইসরাফীলের দ্বায়ীত্ব ফিঙ্গায় ফুঁ দেয়া ।
* কোন ফেরেস্তাকে সকল ফেরেস্তার সর্দার বলা হয় ?
* ফেরেস্তা জীব্রাইল আঃ কে সকল ফেরেস্তার সর্দার বলা হয় ।
* ওহি নাজিল করার দ্বায়িত্ব কোন ফেরস্তার উপর ছিলো ?
* ওহি নাজিল করার দ্বায়িত্ব ছিলো ফেরেস্তা জীব্রাইল আঃ এর উপর ।
* ফেরেস্তাদের সংখ্যা কত?
* ফেরেস্তাদের সংখ্যা অসংখ্য আল্লাহ ছাড়া কেউ জানে না ।
* ফেরেস্তাগণ কিশের তৈরী ?
* ফেরেস্তাগণ নূরের তৈরী ।
* হজ্জ্ব ইসলামের কততম স্তম্ভ ?
* হজ্জ্ব ইসলামের চতুর্থতম স্তম্ভ ।
* জুম্মার নামাজে ফরজ রাকাত সংখ্যা কত ?
* জুম্মার নামাজে ফরজ রাকাত সংখ্যা ২ ।
Post a Comment