সাধারণ জ্ঞান - ইসলাম । মুহাম্মদ সাঃ যে পাহাড়ের গুহায় নবুয়ত লাভ করেন তার নাম কি ?
* ইসলামে কোন কিছু শুরুর আগে কি বলা হয় ?
* ইসলামে কোন কিছু শুরুর আগে বিসমিল্লাহ বলা হয় ।
* আদম আঃ কে কি দিয়ে সৃষ্টি করা হয় ?
* আদম আঃ কে মাটি দিয়ে সৃষ্টি করা হয় ।
* হাবিল এবং কাবিল কার সন্তান ?
* হাবিল এবং কাবিল আদম আঃ এর সন্তান ।
* ইসলামিক ক্যালেন্ডারে প্রথম মাসের নাম কি ?
* ইসলামিক ক্যালেন্ডারে প্রথম মাসের নাম মুহররম ।
* পবিত্র কোরআনের ভাষা কি ?
* পবিত্র কোরআনের ভাষা আরবি ।
* আল্লাহ তায়ালার প্রেরিত প্রথম নবী কে ?
* আল্লাহ তায়ালার প্রেরিত প্রথম নবী আদম আঃ ।
* কোরআনের দ্বিতীয় সুরার নাম কি ?
* কোরআনের দ্বিতীয় সুরার নাম সুরা আল বাকারা ।
* কোরআনের কোন সুরায় আল্লাহ তায়ালার পরিচয় বর্ণিত আছে ?
* সুরা আল ইখলাসে আল্লাহ তায়ালার পরিচয় বর্ণিত আছে ।
* কোরআনের শেষ সুরার নাম কি ?
* কোরআনের শেষ সুরার নাম সুরা আন নাস ।
* সুরা আর রাহমানের আয়াত সংখ্যা কতটি ?
* সুরা আর রাহমানের আয়াত সংখ্যা ৭৮ টি
* মক্কায় আল্লাহ তায়ালার ঘরকে কি বলা হয় ?
* মক্কায় আল্লাহ তায়ালার ঘরকে কাবা বলা হয় ।
* পবিত্র কোরআনে মাক্কী এবং মাদানী সুরা কয়টি ?
* পবিত্র কোরআনে মাক্কী সুরা ৮৬ টি এবং মাদানী সুরা ২৮ টি ।
* কোন নবী পিতা ছাড়াই পৃথিবীতে আসেন ?
* হযরত ঈসা আঃ পিতা ছাড়াই পৃথিবীতে আসেন ?
* হযরত মুহাম্মদ সাঃ কত সালে জন্ম গ্রহণ করেন ?
* হযরত মুহাম্মদ সাঃ ৫৭০ সালে জন্ম গ্রহণ করেন ?
* কোন নবীকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছিলো ?
* হযরত ইউসুফ আঃ কে কুয়ায় নিক্ষেপ করা হয়েছিলো ।
* মুহাম্মদ নামের অর্থ কি ?
* মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসনীয় ।
* সুরা কাহফে বর্ণিত গুহাবাসীরা কতদিন ঘুমিয়ে ছিলো ?
* সুরা কাহফে বর্ণিত গুহাবাসীরা ৩০৯ দিন ঘুমিয়ে ছিলো ।
* কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সংকলনের নির্দেশ কে দেন ?
* কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সংকলনের নির্দেশ দেন উসমান ইবনে আফফান ।
* নবুয়ত প্রাপ্তির সময় মুহাম্মদ সাঃ এর বয়স কত ছিলো ?
* নবুয়ত প্রাপ্তির সময় মুহাম্মদ সাঃ এর বয়স ছিলো ৪০ বছর ।
* পবিত্র কোরআনে সুরার সংখ্যা কতটি ?
* পবিত্র কোরআনে সুরার সংখ্যা ১১৪ টি ।
* দাদার ইন্তেকালের পর মুহাম্মদ সাঃ কে লালন পালন করেন ?
* দাদার ইন্তেকালের পর মুহাম্মদ সাঃ কে চার চাচা আবু তালেব লালন পালন করেন ।
* ইবলিস কি জ্বিন নাকি ফেরেস্তা ছিলেন ?
* ইবলিস ছিলেন একজন জ্বীন ।
* বিচার দিবসে যে ফেরেস্তা ফিংগায় ফু দিবেন তার নাম কি ?
* বিচার দিবসে যে ফেরেস্তা ফিংগায় ফু দিবেন তার নাম ইসরাফিল আঃ ।
* নামাজে দাঁড়ানো অবস্থানকে কি বলা হয় ?
* নামাজে দাঁড়ানো অবস্থানকে কিয়াম বলা হয় ।
* মুহাম্মদ সাঃ যে পাহাড়ের গুহায় নবুয়ত লাভ করেন তার নাম কি ?
* মুহাম্মদ সাঃ যে পাহাড়ের গুহায় নবুয়ত লাভ করেন তার নাম জাবালে নূর পাহাড় ।
Post a Comment