সাধারণ জ্ঞান - MCQ - 5 । বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি ?

* মানুষের বৈজ্ঞানিক নাম কি ?

* মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেফিয়েন্স । 

* মানুষের সবচেয়ে ছোট হাড় কোথায় থাকে ?

* মানুষের সবচেয়ে ছোট হাড় থাকে কানে । 

* পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছিলো ?

* পৃথিবী প্রায় ৪৫০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিলো ? 

* পৃথিবীতে দেশের সংখ্যা কতটি ?

* পৃথিবীতে দেশের সংখ্যা ১৯৩ টি । 

* বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি ?

* বাংলাদেশের রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ।

* বাংলাদেশের ইংরেজী নাম কি ?

* বাংলাদেশের ইংরেজী নাম People's Republic of Bangladesh .

* বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে ?

* বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে ।

* বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি ?

* বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম চট্টগ্রাম ।

* বাংলাদেশের আইনসভার নাম কি ?

* বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ ।

* বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি ?

* বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ।

* ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্টিত হয় ?

* ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্টিত হয় ।

* বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা কতটি ?

* বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫ টি ।

* বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টপাত হয় ?

* বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টপাত হয় সিলেটের লালা খালে।

বাংলাদেশের কোথায় সবচেয়ে কম বৃষ্টপাত হয় ?

বাংলাদেশে  সবচেয়ে কম বৃষ্টপাত হয় নাটোরের লালপুরে ।

* কোন দেশে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ ?

* চীন এবং দক্ষিণ কোরিয়ায় ফেসবুক ব্যবহার নিষিদ্ধ ।

* কোন দেশে বাড়িতে কুকুর পোষা অপরাধ ?

* ইরানে বাড়িতে কুকুর পোষা অপরাধ ।

* কোন দেশে ভিক্ষা করলে কারাদণ্ড দেওয়া হয় ?

* সৌদি আরবে ভিক্ষা করলে কারাদণ্ড দেওয়া হয় ।

* কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয় ?

* বেলজিয়াম ও অস্ট্রেলিয়ায় ভোট না দিলে জরিমানা করা হয় ।

* পৃথিবীর সবচেয়ে দামী খাবারের নাম কি ?

* পৃথিবীর সবচেয়ে দামী খাবারের নাম ক্যাভিয়ার ।

* পৃথিবীর সবেচেয়ে দামী মশলার নাম কি ?

* পৃথিবীর সবেচেয়ে দামী মশলার নাম জাফরান ।

* পৃথিবীতে কোন ফলের চাষ সবচেয়ে বেশি করা হয় ?

* পৃথিবীতে যে ফলের চাষ সবচেয়ে বেশি করা হয় সেটা হচ্ছে আপেল ।

* কোন প্রানী শুধুমাত্র মাটি খেয়ে বেঁচে থাকে ?

* কেচো শুধুমাত্র মাটি খেয়ে বেঁচে থাকে ।

* কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে কত গুন বেশি ?

কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮ হাজার গুন বেশি ।

* কোন প্রাণী তার জীবন কালে কখনোই ঘুমায় না ?

* পিপিলিকা তার জীবন কালে কখনোই ঘুমায় না ।

* যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী মন্ত্রীর নাম কি ?

* যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী মন্ত্রীর নাম নূস ঘানি ।

* ইন্টারনেট কে আবিষ্কার করেন ?

* ইন্টারনেট আবিষ্কার করেন ভিন্টন জি কার্ভ ।









No comments

Powered by Blogger.