স্বাস্থ্য বিষয়ক ৩২টি প্রশ্নোত্তর ।
১ । প্রশ্ন ঃ মানুষের শরীরে হাড়ের সংখ্যা কতটি ?
উত্তর ঃ মানুষের শরীরে হাড়ের সংখ্যা ২০৬ টি ।
২ । প্রশ্ন ঃ মানুষের হৃদপিণ্ডে প্রকোষ্ট সংখ্যা কতটি ?
উত্তর ঃ মানুষের হৃদপিণ্ডে প্রকোষ্ট সংখ্যা ৪ টি
৩ । প্রশ্ন ঃ মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা কতটি ?
উত্তর ঃ মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া বা ৪৬ টি ।
৪ । প্রশ্ন ঃ মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি ?
উত্তর ঃ মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক ।
৫ । প্রশ্ন ঃ মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি ?
উত্তর ঃ মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ যকৃৎ বা লিভার ।
৬ । প্রশ্ন ঃ ? মানুষের শরীরে পানির পরিমাণ শতকরা কতভাগ ?
উত্তর ঃ মানুষের শরীরে পানির পরিমাণ শতকরা ৬০ থেকে ৭০ ভাগ ।
৭ । প্রশ্ন ঃ মানুষের শরীরে সবচেয়ে বড় হাড় কোনটি ?
উত্তর ঃ মানুষের শরীরে সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার ।
৮ । প্রশ্ন ঃ মানুষের শরীরে দীর্ঘতম কোষ কোনটি ?
উত্তর ঃ মানুষের শরীরে দীর্ঘতম কোষ স্নায়ুকোষ বা নিউরন ।
৯ । প্রশ্ন ঃ মানুষের শরীরে দৈনিক কত লিটার পানির প্রয়োজন ?
উত্তর ঃ মানুষের শরীরে দৈনিক ২ থেকে ৩ লিটার পানির প্রয়োজন ।
১০ । প্রশ্ন ঃ মানুষের শরীরে সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি ?
উত্তর ঃ মানুষের শরীরে সবচেয়ে ছোট গ্রন্থি পিনিয়াল গ্রন্থি ।
১১ । প্রশ্ন ঃ মানুষের শরীরে স্বাভাবিক রক্তের পরিমাণ কত ?
উত্তর ঃ মানুষের শরীরে স্বাভাবিক রক্তের পরিমাণ ৫ থকে ৬ লিটার ।
১২ । প্রশ্ন ঃ মানুষের শরীরে অতি প্রয়োজনী ফ্যাটি এসিড কয়টি ?
উত্তর ঃ মানুষের শরীরে অতি প্রয়োজনী ফ্যাটি এসিড ৩ টি ।
১৩ । প্রশ্ন ঃ মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি ?
উত্তর ঃ মানবদেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস ।
১৪ । প্রশ্ন ঃ মানবদেহে ফুসফুসের সংখ্যা কয়টি ?
উত্তরঃ মানবদেহে ফুসফুসের সংখ্যা ২ টি ।
১৫ । প্রশ্ন ঃ ইনসুলিন কে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডেরিক গ্র্যান্ট ব্যান্টিং এবং চার্লস বেস্ট ।
১৬ । প্রশ্ন ঃ ডায়াবেটিস রোগের সাথে অগ্নাশয়ের সম্পর্ক কে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ডায়াবেটিস রোগের সাথে অগ্নাশয়ের সম্পর্ক আবিষ্কার করেন মিনকোভস্কি এবং ভন মেরিং ।
১৭ । প্রশ্ন ঃ মানুষের স্মরণ শক্তি কমে যায় কিসের কারণে ?
উত্তর ঃ মানুষের স্মরণ শক্তি কমে যায় জিংক এবং আয়রনের অভাবে ।
১৮ । প্রশ্ন ঃ কত সালে ইনসুলিন বাজারে আসে ?
উত্তর ঃ ১৯২৩ সালে ইনসুলিন বাজারে আসে ।
১৯ । প্রশ্ন ঃ মানবদেহে ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া এটি কতসালে আবিষ্কৃত হয় ?
উত্তর ঃ মানবদেহে ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া এটি ১৯৫৬ সালে আবিষ্কৃত হয় ।
২০ । প্রশ্ন ঃ মানবদেহে কতটি কোষ রয়েছে ?
উত্তর ঃ মানবদেহে প্রায় ৩৭ লক্ষ কোটি কোষ রয়েছে ।
২১ । প্রশ্ন ঃ কোষ কে আবিষ্কার করেন ?
উত্তর ঃ কোষ আবিষ্কার করেন রবার্ট হুক ।
২২ । প্রশ্ন ঃ ইনসুলিন কত সালে আবিষ্কৃত হয় ?
উত্তর ঃ ইনসুলিন আবিষ্কৃত হয় ১৯২২ সালে ।
২৩ । প্রশ্ন ঃ জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন ?
উত্তর ঃ জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী লুই পাস্তুর।
২৪ । প্রশ্ন ঃ এন্টিবায়োটি কে আবিষ্কার করেন ?
উত্তর ঃ এন্টিবায়োটি আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং ।
২৫ । প্রশ্ন ঃ ডেঙ্গু রোগের বাহক কোন মশা ?
উত্তর ঃ ডেঙ্গু রোগের বাহক হচ্ছে এডিস মশা ।
২৬ । প্রশ্ন ঃ আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি ?
উত্তর ঃ আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম শিগেলা ।
২৭ । প্রশ্ন ঃ এন্টিবায়োটিক কত সালে আবিষ্কৃত হয় ?
উত্তর ঃ এন্টিবায়োটিক আবিষ্কৃত হয় ১৯২৭ সালে ।
২৮ । প্রশ্ন ঃ কোন মানুষের দেহে সর্ব প্রথম ইনসুলিন প্রয়োগ করা হয় ?
উত্তর ঃ চৌদ্দ বছর বয়সী কানাডিয়ান লিওনার্দ থম্পসনের দেহে সর্ব প্রথম ইনসুলিন প্রয়োগ করা হয় ?
২৯ । প্রশ্ন ঃ কোন রোগ প্রতিরোধের জন্য বি,সি,জি টিকা দেয় হয় ?
উত্তর ঃ টি,বি বা যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য বি,সি,জি টিকা দেয় হয় ।
৩০ । প্রশ্ন ঃ কোন কোম্পানি সর্ব প্রথম বানিজ্যিক ভাবে ইনসুলিন বাজারে ছাড়ে ?
উত্তর ঃ এলি লিলি নামক কোম্পানি সর্ব প্রথম বানিজ্যিক ভাবে ইনসুলিন বাজারে ছাড়ে ।
৩১ । প্রশ্ন ঃ বংশগতির জনক কে ?
উত্তর ঃ বংশগতির জনক গ্রেগর ইয়োহান মেন্ডেল ।
৩২ । প্রশ্নঃ মহিলা যৌন হরমোন কোনটি ?
উত্তর ঃ মহিলা যৌন হরমোন হচ্ছে ইস্ট্রোজেন ।
Post a Comment