সাধারণ জ্ঞান -৭ ইসলাম । GK - কোন নবীকে অলৌকিক ভাবে উঠ প্রদান করা হয়েছিলো ?

* হযরত মুহাম্মদ সাঃ কত সালে জন্মগ্রহণ করেন ?

* হযরত মুহাম্মদ সাঃ ৫৭০ সালে জন্মগ্রহণ করেন ।

হযরত মুহাম্মদ সাঃ কত সালে মৃত্যুবরণ করেন ?

হযরত মুহাম্মদ সাঃ ৬৩২ সালে মৃত্যুবরণ করেন ।

হযরত মুহাম্মদ সাঃ এর বাবার নাম কি ?

হযরত মুহাম্মদ সাঃ এর বাবার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ।

* হযরত মুহাম্মদ সাঃ এর মাতার নাম কি ?

হযরত মুহাম্মদ সাঃ এর মাতার নাম আমিনা বিনতে ওহাব ।

* কোন নবীকে অলৌকিক ভাবে উঠ প্রদান করা হয়েছিলো ?

* নবী হযরত সালেহ আঃ কে অলৌকিক ভাবে উঠ প্রদান করা হয়েছিলো ।

* যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণে সাহায্য করে জান্নাতে আল্লাহ তায়ালা তাকে কি দান করবেন ?

* যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণে সাহায্য করে জান্নাতে আল্লাহ তায়ালা তাকে একটি মসজিদ দান করবেন ।

* কোন সুরাকে কোরআনের হার্ট বা হৃদয় বলা হয় ?

* সুরা ইয়াসিনকে কোরআনের হার্ট বা হৃদয় বলা হয় ।

* কোরআনে কয়টি পারা রয়েছে ?

* কোরআনে ৩০ টি পারা রয়েছে ।

* হযরত বিলাল কোন দেশের অধিবাসী ছিলেন ?

* হযরত বিলাল বর্তমান ইথিওপিয়ার( আবিসিনিয়া) অধিবাসী ছিলেন ।

* শেষ বিচারের দিনকে ইসলামের ভাষায় কি বলা হয় ?

* শেষ বিচারের দিনকে ইসলামের ভাষায় কেয়ামত দিবস বলা হয় ?

* ইসলামের দৃষ্টিতে শুকরের মাংস খাওয়া কি হারাম না হালাল ?

* ইসলামের দৃষ্টিতে শুকরের মাংস খাওয়া হারাম ।

* হজ্জ্ব বা ওমরা পালনের সময় পুরষরা যে পোষাক পড়ে তাকে কি বলা হয় ?

* হজ্জ্ব বা ওমরা পালনের সময় পুরষরা যে পোষাক পড়ে তাকে ইহরাম বলা ।

* হিজরতের সময় নবী করিম সাঃ এর সাথে কে সঙ্গী হয়েছিলেন ?

* হিজরতের সময় নবী করিম সাঃ এর সাথে হযরত আবু বকর রাঃ সঙ্গী হয়েছিলেন ।

* আরবী কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয় ?

* আরবী শাওয়াল মাসে ঈদুল ফিতর উদযাপিত হয় ।

* ইসলামী বা আরবী মাস কত দিনের হয় ?

ইসলামী বা আরবী মাস ২৯ বা ৩০ দিনের হয় ।

* রমযান মাসের শেষে যে বিশেষ দান করা হয় তাকে কি বলে ?

* রমযান মাসের শেষে যে বিশেষ দান করা হয় তাকে যাকাতুল ফিতরা বলে ?

* সামুদ জাতির কাছে কোন নবী প্রেরিত হয়েছিলো ?

* সামুদ জাতির কাছে প্রেরিত হয়েছিলো নবী হযরত সালেহ আঃ ।

* কোন নবী মরিয়ম রাঃ দেখাশুনা করতেন ?

নবী যাকারিয়া আঃ মরিয়ম রাঃ দেখাশুনা করতেন ।

* কাবা শরীফ কোথায় অবস্থিত ?

* কাবা শরীফ সৌদি আরবের মক্কায় অবস্থিত ।

* জাহান্নামের দারোয়ান ফেরেস্তার নাম কি ?

* জাহান্নামের দারোয়ান ফেরেস্তার নাম মালিক ।









No comments

Powered by Blogger.