তবে কি শেখ হাসিনা গৃহবন্দি হয়ে আছেন ?
গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণ অভ্যুথ্যানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে পারি জমান শেখ হাসিনা । প্রথমে জানা যায় সেখানে দু'একদিন থাকার পর তিনি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবেন । কিন্তু সময় গড়াতেই জানা যায় তার লন্ডনে পারি জমানোর কোনো অনুমতি মেলেনি । পাওয়া যায় নি ভারত ছাড়া অন্য কোনো দেশে প্রবেশের সবুজ সংকেত । ফলে তাকে থাকতে হচ্ছে ভারতেই । শোনা যাচ্ছে সেখানে তিনি এক নির্জন বাড়িতে আশ্রয় পেয়ছেন । প্রশ্ন উঠেছে তিনি কি তাহলে গৃহবন্দী হয়ে আছেন ?
খ্যতিমান সাংবাদিক সেলিম সামাদের এক প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনা দিল্লির কাছা কাছি বিমান ঘাটির কাছের একটি বাড়িতে আছেন । তবে সেখানে তিনি কারো সাথেই যোগাযোগ করতে পারছেন না । সুত্রটি জানাচ্ছে ডঃ ইউনুস শপথ নেবার পর টেলিফোনে মদির সঙ্গে প্রথম আলাপের সময় শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় । এবং মোদি ইউনুসের আলাপের কয়েক ঘন্টা পরেই শেখ হাসিনার সকল যোগাযোগের ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । এর পর থেকেই তিনি আর কারোও সাথেই যোগাযোগ করতে পারছেন না বলে যানা যায় ।
সুত্রটি আরোও জানাচ্ছে শেখ হাসিনার ঐ বাড়ির বাইরে যাবার অনুমতি নাই । এমনকি ঐ বিমান ঘাটির নিকটে যে সুপার সপে আছে সেখানেও যাবার অনুমতি নাই । যদিও তার বাড়ি থেকে ঐ সুপার সপে হেটে যাওয়া যায় ।
ঐ প্রতিবেদনে আরো উঠে এসেছে, শেখ হাসিনার মেয়ে শায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতেই অবস্থানরত আছেন । কিন্তু তা সত্বেও তিনি গত এক মাসে এখনো তার মায়ের সাথে দেখা করতে পারেন নি ।
গতমাসে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, তখন তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান দিল্লীতে গিয়ে তিনি তার মায়ের সাথে দেখা করবেন । কিন্তু জানা যায় জয়কে দিল্লিতে আসতে নিষেধ করা হয় । কারণ তিনি দিল্লিতে আসলেও তার মায়ের সাথে দেখা করতে পারতেন না । প্রতিবেদনে জানা যায় হাসিনার সঙ্গে আছেন তার বোন শেখ রহানাও ।
খ্যতিমান এই সাংবাদিক তার প্রতিবেদনে উল্লেখ করেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড। ইউনুস শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার কথা ইঙ্গিত করছেন । আর যদি বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলে এটি ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটি বড় ধাক্কা হবে ।
Post a Comment