জানা গেল ভারতে ইলিশ রপ্তানীর আসল কারণ

এবার ভারতে ইলিশ যাবেনা সিদ্ধান্ত ছিলো এমনই । কিন্তু তার পরেও হটাৎ ৩০০০ টন ইলিশ রপ্তানীর সিদ্ধান্ত মিডিয়াতে চাউর হয় । নরে চড়ে বসে দেশের মানুষ । মৎস সম্পদ মন্ত্রণালয় ভারতে ইলিশ পাঠাবেনা । এমন সিদ্ধান্তে ছিলো অনড় । কিন্তু তা সত্ত্বেও কেন বানিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিলো ? এমন প্রশ্ন সাধারণ মানুষের । এদিকে গত বৃহস্পতিবার ইলিশের প্রথম চালান ভারতের কোলকাতায় পৌছেছে । বাংলাদেশের পদ্মার ইলিশের চালান পেয়ে আপ্লুত সেখানকার মানুষ । তবে অবশেষে জানা গেল ভারতে ইলিশ পাঠানোর আসল কারণ ।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডঃ আসিফ নজরুল ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি পরিষ্কার করেন । তিনি বলেন, ইলিশ সাধারণত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে । ছাত্র-জনতার গণ অভ্যুত্থ্যানে তাদের অকুন্ঠ সমর্থন ছিলো বলে তিনি উল্লেখ করেন । তিনি আরোও বলেন, আন্দোলনের সময় পশ্চিম বঙ্গের মানুষ ও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আন্দোলঙ্কারীদের প্রতি ইতিবাচক ছিলেন । গত বৃহস্পতিবার বিশিষ্ট সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের ঠিকানায় তার এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।

তিনি আরোও বলেন ইলিশ যাচ্ছে পশ্চিম বঙ্গের মানুষের জন্য । এ ছাড়াও মোট যে পরিমাণ ইলিশ পাঠানো হচ্ছে সেটার পরিমাণ ০.২৯ শতাংশ । তিনি আরোও বলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভারসাম্যপূর্ণ করার দিকে যাচ্ছি । এর থেকেও বড় কথা হচ্ছে যেখানে আদানী বিদ্যুত কেন্দ্র, রাম্পাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় ব্যাপার আছে । সেখানে ইলিশের মতো ছোট্ট একটি বিষয় নিয়ে ভারতকে আঘাত করতে চাই না ।

No comments

Powered by Blogger.