এরেই কয় পলিটিক্স মরবো সাধারণ মানুষ আর মধু খাইবো রাজনীতিবিদ

গত মঙ্গলবার নিউইয়র্কে "ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ" অনুষ্ঠানে ডঃ মুহাম্মদ উইনুস তার বক্তব্যের শেষ দিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও বেসরকারী ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথিকে স্টেজে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেন । কিন্তু এ সময় আরোও একজন তাদের সাথে স্টেজে ওঠেন । পরে জানা যায় তিনি আসলে কোনো সমন্বয়ক নন ।

ভাইরে ভাই দ্যাখলেন কেমনে চামে চামে নিজের একটা বিশাল এড ক্যাম্পেইন চালাইলো পোলাডা । এই রকম একটা এড ক্যাম্পেইন চালাইতে কত টাকা লাগতো একবার ভাবুনতো ? কতটা ধান্দাবাজ ? ভিডিওটা না দেখলে আর নিউজগুলো না পড়লে আমার মতো অনেকেই জানতে পারতোনা যে সে একজন সমন্বয়ক না । ডঃ মুহাম্মদ ইউনুস স্যার যখন সমন্বয়কদের ডাকলেন তখন সে কি সুন্দর ম্যানেজ করে তাদের সাথে স্টেজে চলে গ্যালো ? ভাইরে এতোদিন অনেকের কাছে গল্প শুনেছি বড় বড় শহরে কমিউনিটি সেন্টারে অনেকে বর বা কনে পক্ষের কোনো আত্মীয়-স্বজন না হয়েও চামচামে দাওয়াত খায় । কিন্তু এই ভাবে চামে চামে স্টেজে উঠে কেউ ক্রেডিট নেয় এইটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারেবেন না । জানা গেছে এই পোলার নাম জাহিন রোহান রাজিন । সে একটা স্টার্ট আপ কোম্পানীর মালিক । একটা প্রবাদ আছে প্রচারেই প্রসার । আরোও একটা মজার ব্যাপার হচ্ছে মানুষ সহজে প্রচার পেতে পারে দুই ভাবে । এক হচ্ছে বিখ্যাত হয়ে লাইম লাইটে আসা যেমন বলতে পারি নেলসন ম্যান্ডেলা পেলে ম্যারাডোনা মেসি রোনালদো আর দুই হচ্ছে কুখ্যাত হয়ে পরিচিতি পাওয়া যেমন হিটলার নমরুদ ফেরাউন বলতে পারি রাবনের কথাও । যিনি হিন্দু ধর্মে তার কু কীর্তির জন্য দারুন পরিচিত । এই দুইটা রাস্তায় মানুষ খুব সহজেই পরিচিতি পায় । ভাইরে পাছে লোকে কিছু বলে এমন ভেবে যদি আপনি কিছু না করেন তাহলেতো পরিচিতি পাবেন না । আপনি বলেন ভাই এই পোলারে আপনি চিনতেন? অথচ মিডিয়ার কল্যানে সে এখন আপনার মতো কোটি কোটি মানুষের কাছে পৌছে গেছে । ভাইরে এই রকম একটা সুযোগ যদি আপনি পাতেন তাহলে কি করতেন ?

No comments

Powered by Blogger.