কোটা আন্দোলন চলাকালে দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী-এমপি
দেশ যখন কোটা আন্দোলনে টালমাটাল তখন ক্ষমতাসীন দলের অনেক মন্ত্রী এমপি দেশ ছাড়েন । আবার এর মধ্যে অনেকে দেশেও ফিরে আসেন । এ মাসের ১৪ জুলাই যখন কোটা আন্দোলনে দেশের পরিস্থিতি নাজুক অবস্থায় আসে, তখন বিদেশ থেকে ফ্লাইটের টিকিট করে অনেক প্রভাবশালী দেশ ছাড়েন । তারা পারি জমান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিংগাপুর, অস্ট্রেলিয়া। ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাইতে ।
বিশিষ্টজনেরা এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন । আওয়ামীলীগ দলীয় সুত্রগুলোও জানাচ্ছে এমন টালমাটাল পরিস্থিতিতে দেশ ছাড়া নিয়ে তাদের ভেতরও ব্যপক প্রতিক্রিয়া আছে এবং দলীয় সভায় এদের নিয়ে হইচইও হয় । জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসেছে বলেই এমনটা হয়েছে । তারা দলের পরিস্থিতি খারাপ দেখলেই গা ঢাকা দিয়ে থাকেন ।
দ্বায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোটা আন্দোলনে দেশ যখন চরম সংকটে তখন ১৫ জুলাই রাত ১টা ৪০মিনিটে এমিরেটস এয়ারলাইওন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন সাবেক অর্থ মন্ত্রী জনাব মুস্তফা কামাল । এ সময় তার সাথে ছিলো পরিবারের ৫ সদস্য । এর একদিন পরেই ১৬ জুলাই মিরপুর ১৬ আসনের ইলিয়াস মোল্লা পারি জমান লন্ডনে এবং ২৬ জুলাই তিনি ফিরে আসেন । এ দিন কুমিল্লা -১১ আসনের এম পি ও সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক রাত ১১টার কিছুক্ষণ আগে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই যান ।
এদিকে ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ১৬ জুলাই পরিবারের চার সদস্য সহ মালিয়েশিয়া পারি দেন । এই ১৬ জুলাই ময়মনসিংহ-৮ আসনের এম পি মাহমুদ হাসান সুমন পরিবারের চার সদস্য সহ পারি জমান সিঙ্গাপুরে এবং কুমিল্লা-৮ আসনের এম পি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দীন যান চীনে ।
এ দিকে চট্টগ্রাম -১ আসনের এম পি মাহবুব উর রহমান ১৭ জুলাই রাত ১টা ১১ মিনিটে হংকং এয়ার লাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে আসেন । এদিন ঢাকা -৫ আসনের সাংসদ আওয়ামী লীগের মশিউর রহমান মোল্লা ছিলেন ভারত সফরে । ১৮ জুলাই সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এম পি পরিবার নিয়ে সিঙ্গাপুরে যান
অন্য একটি সূত্রে জানা যায়, ১৭ জুলাই রাত ১১টা ২২ মিনিটে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সস্ত্রীক আমেরিকা থেকে দেশে ফিরে আসেন । ভোলা -৪ আসনের এম পি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২৭ জুলাই দুবাই যান । ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে চাঁদপুর -৪ আসনের সাংসদ শফিকুর রহমান সস্ত্রীক যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন এ সময় ছিলেন যুক্তরাষ্ট্রে । তিনি ২৮ জুলাই ফিরে আসেন । গত ২৬ জুলাই থাই এয়ার লাইনসের একটি ফ্লাইটে সস্ত্রীক দেশে ফিরেন ভোলা -৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন । ২৬ জুলাই দুপুর ১২টা ৪০ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইটে যশোর -৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ পরিবারের এক সদস্য সহ ভারতে যান এবং তিনি ফিরেন ২৮ জুলাই ।
২৬ জুলাই রাত ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নারী সংরক্ষিত াসনের এম পি পারভীন জামান ব্যংককে যান । ২৩ জুলাই ১১টা ৫৪ মিনিটে থাই এয়ার লাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন । ২৫ জুলাই সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরেন ময়মনসিংহ -৩ আসনের সাংসদ নিলুফার আঞ্জুম ।
এদিকে ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান কানাডায় যাত্রা করেন । যদিও বলা হচ্ছে এটি সরকারী সফর এবং তার সাথে আরোও দুজন কর্মকর্তা ছিলেন । ২৮ জুলাই রাত ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টরেন্টো থেকে ঢাকায় আসেন চট্টগ্রাম -১০ আসনের সাংসদ মহিউদ্দীন বাচ্চু ।
২৭ জুলাই ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ আসনের এম পি ফয়েজুর রহমান স্ত্রী এবং পরিবারর তিন সদস্য সহ হংকং থেকে দেশে ফিরেন । ২৮ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে কুমিল্লা-৩ আসনের এম পি জাহাঙ্গীর আলম পরিবারের তিন সদস্য সহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন ।
Post a Comment