জ্ঞানী মানুষদের ৮ বৈশিষ্ট্য । জ্ঞানী মানুষ চেনার উপায় ।
আমাদের প্রত্যেকের কিছু না কিছু বৈশিষ্ট্য আছে । যেমন ভালো মানুষের আছে এক রকম বৈশিষ্ট্য । আবার খারাপ মানুষেরও আছে কিছু বৈশিষ্ট্য । তেমনি যারা জ্ঞানী মানুষ তাদেরও আছে কিছু বৈশিষ্ট্য । আজকে আমরা এই জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য গুলো কি সেটাই জানবো ।
১ । তারা কথা বলার থেকে কথা শোনেন বেশী । তারা তাড়াহুরো করে কনো কথার উত্তর দেন না । কোনো বিষয়ে তারা অনেক ভেবে চিনতে তারপর মন্তব্য করেন ।
২ । তারা তাদের জীবনে সংগ্রাম করেন । আর এটা করে তারা মজা পান ।
৩ । তারা নিজেদের আত্ম সম্মান বজায় রেখে চলেন ।
৪ । নিরব থাকাতেই তারা সুখ ও শান্তি অনুভব করেন ।
৫ । তারা কৌতুহলী মানুষের সঙ্গ পছন্দ করেন ।
৬ । তাদের কোনো অহংকার থাকেনা । অন্যের ভালো দেখে তারা হিংসে করেন না ।
৭ । তারা অন্যের ভুল ধরার থেকে নিজেদের ভুল গুলো মেরমতে বেশী মনোযোগী থাকেন ।
৮ । তারা নিজের সাফল্যের চেয়ে দলগত সাফল্য বেশী মূল্যায়ন করে থাকেন ।
Post a Comment