পৃথিবী সম্পর্কে ১০টি তথ্য
হেই আমি পৃথিবী । ইংরেজিতে আমাকে বলা হয় Earth । আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০টি তথ্য আজকে তোমাদের সাথে শেয়ার করবো ।
১ । মেয়েদের বয়স জিজ্ঞেস করলে তারা বিব্রত হয় । কিন্তু আমি নির্দিধায় বলছি আমার বয়স আনুমানিক ৪৫৪ কোটি বছর ।
২ । সুর্য থেকে আমি প্রায় ১৫ কোটি কিলো মিটার দূরে থাকি ।
৩ । আমি ৩৬৫ দিনে একবার সূর্যের চারপাশে ঘুরে আসি ।
৪ । আমি সৌরজগতের একটি গ্রহ এবং সৌর জগতের গ্রহগুলোর মধ্যে সূর্য থেকে দুরত্বের দিক দিয়ে আমি তিন নাম্বার অবস্থানে আছি ।
৫ । আমার একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ ।
৬ । আমার উপরি ভাগের ৭১ শতাংশই হচ্ছে পানি ।
৭ । আমি পুরোপুরি গোলাকার না । আমি উপ-বর্তুলাকার বা উপ-বৃত্তাকার ।
৮ । আমি সোরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ ।
৯ । সৌরজগতের আমিই একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে ।
১০ । আমার ছবি প্রথম তোলা হয় ২৪ অক্টোবর ১৯৪৬ সালে । যেটি তোলা হয় মহাশূন্য থেকে ।
Post a Comment