এখন থেকে ডায়াবেটিস হবে চিরতরে নির্মূল । অবশেষে চিকিৎসা আবিষ্কার

ডায়াবেটিস একটি দীর্ঘ মেয়াদী শারীরিক জটিলতা যা সারাজীবন বয়ে বেড়াতে হয় । সারা বিশ্বে প্রায় ৫৩ কোটি মানুষ এই অভিশাপ বা রোগে ভুগছেন । এই অভিশাপের কারণে সারা বিশ্বে প্রতি বছর প্রায় ১০ লাখেরও বেশি মানুষ পরপারে পারি জমায় । আমাদের শরীর যখন রক্তের সব গ্লুকোজ ভাঙ্গতে পারে না, তখনই আমাদের দেহে দেখা দেয় এই প্রাণঘাতী ডায়াবেটিস । ডায়াবেটিস নিজেই যে শুধু প্রাণঘাতী তা কিন্তু নয়, এই ডায়াবেটিস আরোও নিয়ে আসে হার্ট, কিডনি এবং স্ট্রোকের মতো জটিলতা ।

জটিল এই ডায়াবেটিস থেকে মুক্তি পেতে আমাদের খেতে হয় ওষুধ কিংবা নিতে হয় ইনসুলিন । শুধু কি তাই । এর মরন ঘাতী হুংকার থেকে বাচতে সারা জীবন চালিয়ে যেতে হয় ওষুধ । প্রতি মুহূর্তে পরতে হয় নানান বিড়ম্বনায় । খেতে বসলে ভাবতে হয় বারবার । কি খাবো কি খাবো না পোয়াতে হয় এই টেনশন । একবার আপনার দেহে ডায়াবেটিস ধরা পড়লো, ব্যস আর রক্ষে নেই যতদিন প্রাণবায়ুটা আছে ততোদিন খেতে হবে ওষুধ বা চালিয়ে যেতে হবে ইনসুলিন ।

কিন্তু ভাবুনতো যদি এমন হয়, যে একবার চিকিৎসা নিলে, আর সারা জীবন আপনাকে এই মরন ব্যাধির কোনো ওষুধ বা ইনসুলিন নিতে হবে না । বিশ্বে ডায়াবেটিস রোগের চিকিৎসা শুরু হওয়ার পর কখনোই এমন হয়নি । সেই প্রাচীন কাল থেকেই ডায়াবেটিস পৃথিবীতে আবিষ্কৃত হয়ার পর থেকেই এর চিকিৎসা সারা জীবন বয়ে বেড়াতে হয় ।

শত শত বছর ধরে এই জটিল মরন ব্যাধি চিরতরে নির্মূলের ওষুধ আবিষ্কারের গবেষণা চলতে থাকলেও, এতো বছরেও সেটা আবিষ্কার সম্ভব হয়নি । কিন্তু অবশেষে চীনের একদল গবেষক তাদের অক্লান্ত শ্রম দিয়ে এই মরন ব্যাধি ডায়াবেটিস চিরতরে নির্মূলের চিকিৎসা আবিষ্কারে সফলতা পেয়েছেন । এই গবেষিক দল বিশ্বে প্রথম বারের মতো সেল থেরাপি ব্যবহার করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে সম্পূর্ণ সাড়িয়ে তুলতে সক্ষম হয়েছেন । এই বিজ্ঞানীদের আবিষ্কারে বলা হচ্ছে, কোনো প্রকার ওষুধ এবং ইনসুলিন ছাড়াই টাইপ টু ডায়াবেটিস থেকে আজীবনের জন্য মুক্তি পাওয়া সম্ভব ।

সাংহাই চ্যাংজেং হাস্পাতাল, চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনে, সেন্টার ফর এক্সিলেন্স ইন মোলিকিউলার সেল সায়েন্স এবং সাং হাই ভিত্তিক রেনজি হাসপাতালের চিকিৎসক এবং গবেষকদের যৌথভাবে অর্জন করা চিকিৎসা সাফল্য গত ৩০ এপ্রিল সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয় ।

যদি এই চিকিৎসা বাজারে আসে তাহলে এটিই হবে এই শতাব্দীর চিকিতসা শ্বাস্ত্রে সেরা অর্জন । যদিও বিশেষজ্ঞরা আরোও বিষত গবেষণার প্রয়োজনীয়তার কথা বলছেন । প্রার্থনা করছি যত দ্রুতই সম্ভব এই চিকিতসা ব্যবস্থা মানুষের নাগালের মধ্যে চলে আসুক ।

প্রিয় পাঠক আশা করি লেখাটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে পড়ার সুযোগ করে দিবেন । আল্লাহ সকল আবস্থায় আমাদের সহায় হোক -আমিন ।


______________________________________________________________________________________


No comments

Powered by Blogger.