ওজন কমানোর স্থায়ী উপায়

আমরা অনেকেই আছি, মোটা হওয়ার জন্য কত কিছুই না করি । আবার এর বিপরীতে যারা মোটা, তারা আবার ওজন কমানোর জন্য নানান কিছু করে থাকেন । তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি । ওজন বাড়ানো বা মোটা হওয়াটাই আমার কাছে সহজ মনে হয় । এর কারণ আপনি অসুস্থ্য না হলে, বেশি বেশি খান, খেলেই মোটা হয়ে যাবেন বা আপনার ওজন বেড়ে যাবে । কিন্তু ওজন কমাতে গেলেই যত বিপত্তি । আপনি চাইলেই খাওয়া আপনার ইচ্ছে মত কমাতে পারবেন না । ইচ্ছে মত খাওয়া কমাতে গেলে দেখবেন, আপনি অসুস্থ্য হয়ে পড়ছেন । বাধবে নানান বিপত্তি ।

আজকের লেখাতে আপনি কিভাবে স্থায়ী উপায়ে আপনার ওজন কমাবেন সেটা নিয়েই আলাপ করবোঃ তো চলুন সময় নিয়ে পুরো লেখাটা পড়তে থাকি ।

যে স্থায়ী উপায়ে আপনি আপনার ওজন কমাবেন ।

১ । একবারেই খাওয়া কমাতে যাবেন না । অল্প অল্প করে কমানোর চেষ্টা করুন । প্রয়োজনে অল্প অল্প করে ৫ বার খেতে পারেন ।

২ । প্রত্যেকদিন অন্তত মিনিট ৩০ মতো ব্যায়াম করুন ।

৩ । প্রতিদিনের খাবার মেনুতে ফল এবং সবজি রাখুন ।

৪ । বাটার ওয়েল এবং ঘি এড়িয়ে চলুন ।

৫ । নিয়মিত ওজন মাপুন ।

৬ । বড় খাবার প্লেট এড়িয়ে চলুন ।

৭ । বাড়ীতেই খাবার চেষ্টা করুন ।

৮ । প্রচুর ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে চেষ্টা করুন । কেননা এটি আপনার খিদে কমাতে সাহায্য করে ।

৯ । সকালের নাস্তায় উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন ।

১০ । প্রতিদিনের কাজ প্রতিদিনেই করার চেষ্টা করুন ।

১১ । তৈরীকৃত খাবার বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন ।

১২ । গামলাতে খাবার সরবরাহ এড়িয়ে চলুন ।

১৩ । টিভি দেখতে দেখতে খাওয়া এড়িয়ে চলুন ।

১৪ । নানান রকমের কাজে নিজেকে জরিয়ে রাখুন ।

১৫ । বন্ধুরা মিলে ব্যায়ামের কন্য গ্রুপ তৈরী করে নিতে পারেন ।

১৬ । প্রতিদিন নিয়মিত অন্তত ৩০ মিনিট হাটার চেষ্টা করুন ।

১৭ । ঢিলে ঢালা বা আলগা কাপড় চোপড় পরা এড়িয়ে চলুন ।

১৮ । খাবার পূর্বে চিন্তমুক্ত এবং রিলাক্স থাকার চেষ্টা করুন ।

১৯ । অখাদ্য এবং বাসি পচা খাদ্য থেকে নিজেকে দূরে রাখুন ।

২০ । আপনার সাপ্তাহিক খাবার মেনুতে সব রকমের খাবার সম্বলিত একটা চার্ট তৈরী করে রাখুন ।

২১ । নীল জামা কাপড় পরার চেষ্টা করুন, এটি খিদে কমায় ।

২২ । পেডোমিটার কিনে ব্যবহার করার চেষ্টা করুন ।

২৩ । রক্তের ফ্যাট প্রতি বছর চেক করুন এবং উচ্চ ফ্যাটসমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন ।

২৪ । বাড়ীতে সকল প্রকার অস্বাস্থ্যকর স্নাক্স এড়িয়ে চলুন ।

২৫ । স্বাস্থ্যকর, পুষ্টিকর খাদ্য এবং স্নাক্স এর সাথে সখ্যতা গড়ে তুলুন ।

২৬ । নিজের কাছে একটা আয়না রাখুন, যাতে সফলতা যাচাই করতে পারেন ।

২৭ । এ ছাড়াও বাসায় রাখতে পারেন একটি স্বাস্থ্য সম্পর্কিত পত্রিকা ।

সম্মানিত সুধি শুরুতেই বলে ছিলাম ওজন বাড়ানোটাই তুলনামুলক সহজ । দেখলেন তো ওজন কমানোর কত বড় তালিকা ।

আজ এ পর্যন্তই । কথা হবে পরের কোন এপিসোডে । আল্লাহ আপনাদের সকল অবস্থায় সহায় হোক ।

No comments

Powered by Blogger.