যে কারণে কখনোও হাল ছাড়বেন না ।
আমরা অনেকেই আছি যে অল্পতেই হাল ছেড়ে দিই, অতি তাড়াতাড়ি সাফল্য প্রত্যাশা করি, তারপর হতাশ হয়ে পড়ি ।
চুরান্ত সফলতা পেতে হলে যে নিরন্তর লেগে থাকতে হয়, এই জিনিষটা আমরা অনেকেই বেমালুম ভুলে যাই। আর এ জন্যেই প্রচন্ড অস্থিরতা নিয়ে আমরা আজ এই কাজ করি তো কাল ঐ কাজ পড়ে থাকি ।
এই অস্থির মানসিকতা নিয়ে কখনোই সাফল্য অর্জন করা সম্ভব নয়, সাফল্য পেতে হলে আপনার যেটা দরকার তা হচ্ছে – হাল ছেড়ে না দেয়ার কঠিন মনোভাব । আমি এই কাজের শেষটা দেখেই ছাড়বো এইরকম মানসিক দৃঢ়তা ।
সব মানুষের সমান মেধা থাকে না ,পায় না অৰ্থ বা পৃষ্ঠপোষক! কিন্তু সবার একটি পরিকল্পনা থাকে, আর তা হচ্ছে—হাল ছেড়ে না দেয়া ।
আমরা অনেকেই কোনো জটিল কাজে হঠাৎ হাল ছেড়ে দিয়ে দুঃখ প্রকাশ করে থাকি । আমাদের মনে একটা প্রশ্ন সব সময় উকি মারতে থাকে—খানিকটা যদি অন্যভাবে চেষ্টা করে দেখতাম! এই দুঃখবোধ আমাদেরকে কষ্ট দেয়।
এ থেকে রেহাই পেতে আপনি কঠোর পরিশ্রম করে যান। নিজেকে বলুন, আমার নিজের সক্ষমতা প্রমাণ করতেই হবে।
আপনি কঠোর পরিশ্রম আর অনেক জটিলতা কাটিয়ে যখন সাফল্য পাবেন, তখন তার স্বাদ তো হবে অকল্পনীয়। সেখান থেকে যখন অতীতের কষ্টের দিকে নজর দিবেন, তখন বিজয়ের এক অভূতপূর্ব সুখ আপনাকে সব সময় আপ্লুত করে তুলবে ।
ফল যেটাই হোক না কেন, প্রতিটি সংগ্রামমুখর কাজের শেষে আপনি আপনার নিজের মধ্যে ছোট্ট একটি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কখনও কখনও এ পরিবর্তন হয়তো অনুভব করতে পারবেন না । তবে এর ভেতর দিয়ে একজন নতুন মানুষ সৃষ্টি হবে।
কিন্তু যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে আপনি ব্যক্তিত্বপূর্ণ কোনো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন না। আপনি যখন হাল ছেড়ে দিবেন, তখন আপনার মনের ভেতর কখনো জিততে না পারার একটি মনোভাব গেথে বসবে । আপনার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে না পারার এক মানসিক যন্ত্রণা স্থায়ীভাবে মনে গেঁথে যাবে ।
হাল ছেড়ে দেয়ার কারণে মানসিক দুর্বলতা ও পরে কোনো কিছু নতুন করে করার বাসনাটা মরে যায়। আমাদের প্রত্যেকের জীবনে একজন হিরো বা আদর্শ থাকে। আপনি সেই হিরো হওয়ার চেষ্টা করে যান এবং জীবনের সব প্রতিকুল পরিস্থিতি পাড়ি দিয়ে জয়ী হওয়ার চেষ্টা চালান ।
আপনি জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে শুধু অন্যের কাছে নয় নিজেই নিজের মোটিভেটর হয়ে উঠবেন। একটি কাজের সাফল্যকে আপনি আরেকটি কাজের জন্য প্রেরণা হিসেবে নিতে পারেন। একটি কাজ পারলে আপনি আরেকটি কেন পারবেন না?
আপনি জীবেন কী চান? বাড়ি-গাড়ি? নাকি দেশের প্রতিনিধিত্ব? তাহলে হাল না ছেড়ে, ইতিহাসের দিকে একবার লক্ষ্য করুন । মানব সভ্যতার ইতিহাসে আপনি অনেক মানুষ খুজে পাবেন, যারা একদম জিরো থেকে হিরো হয়েছেন। জীবনে সংগ্রাম শুধু আপনি একাই করছেন ব্যপারটা এমন না, আপনার আগেও অনেকেই কঠোর পরিশ্রম করেছেন। সুতরাং তারা যদি পারে, তাহলে আপনি কেন পারবেন না?
আপনি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করার পর যদি হাল ছেড়ে দেন, তাহলে আপনার মনে হবে সাফল্যের কতটা কাছে ছিলাম । আর এই অনুভূতিটা হচ্ছে একটি কষ্টদায়ক অনুভূতি । তাই আপনি হতাশ হয়ে নিজেকে গুটিয়ে রাখবেন না ।
আপনার নিজের জীবনের ডিকশনারি থেকে "না" শব্দটা ঝেড়ে ফেলুন । আর হ্যাঁ কাজে লেগে থাকুন । সফলতা আসবেই ইনশাল্লাহ ।
Post a Comment