সাফল্যের ১৫ সুত্র


 ১ । আজ থেকে পাঁচ বছর পর 

আপনি কোথায় যাবেন

তা নির্ভর করে, এখন আপনি 

কি ধরনের বই পড়ছেন,

কোন ধরনের মানুষের সাথে

মেলা মেশা করছেন সেটার উপর ।

২ । এডিসন বলেন, সাফল্য হলো ৯৫%

কঠোর পরিশ্রম আর 

৫% অনুপ্রেরণার ফল ।

৩ । যে ব্যক্তি পড়তে পারে 

কিন্তু পড়ে না 

আর যে ব্যক্তি পড়তে

পারে না দুই সমান ।

৪ । ফার্স্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ

কারণ কোন কথা বলার আগেই

একজনের সাথে দেখা হওয়ার

তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই

তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায় ।

৫ । আপনি কি অর্জন করেছেন

সাফল্য মাপার মানদণ্ড সেটা নয় ।

বরং আপনি পরে যাওয়ার পর 

কতবার ঘুরে দাড়িয়েছেন 

সেটাই হলো সাফল্য মাপার মানদণ্ড ।

৬ । পরাজয়ের ভয় 

পরাজয়ের চেয়েও খারাপ ।

৭ । একটা পরাজয় 

আর একটা পরাজয়ের জন্ম দেয় ।

কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে

ব্যক্তি তার নিজের মূল্য 

হারিয়ে ফেলে যেটা পরবর্তি 

পরাজয়ের কারণ ।

৮ । পরাজিতরা কোন কিছু 

ঘটার অপেক্ষায় থাকে ।

তারা কখনই কোন কিছু

ঘটাতে পারে না ।

৯ । যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি,

সে জীবনে কিছু করতে পারে না

সফল ও ব্যর্থ উভয়ের

দিনই ২৪ ঘন্টায়।

১০ । NO মানে একেবারে না নয়।

NO = Next

Opportunity.


১১ । বাহ্যিক সাফল্য

আচরণের উপর নির্ভর করে।

যদি আপনি নিজেকে

চরিত্রবান, সাহসী, সৎ বলে

বিশ্বাস করেন তাহলে

এগুলো আপনার আচরণে

প্রতিফলিত হবে।

১২ । জয়ী হতে হলে

কী কী করতে হবে

বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়।

আর বিজিতরা

যা যা পারে, সেটার উপর গুরুত্ব দেয়।

১৩ । আপনি সবসময় যা

করে এসেছেন, এখনও

যদি সেটাই করেন তাহলে

সবসময় যা পেয়েছেন,

এখনও তাই পাবেন।

১৪ । সম্পর্ক তৈরি করা

একটা প্রক্রিয়া, কোন ঘটনা নয় ।

১৫ । আপনার ইচ্ছাশক্তি

আপনার ভাগ্যকে, নিয়ন্ত্রণ

করবে।












No comments

Powered by Blogger.