নিজেকে স্মার্ট দেখানোর ৫ কৌশল
১ । অন্যের প্রশংসা করুনঃ
যখন কেউ মন খুলে, অন্যের প্রশংসা করেন,
তখন তাকেও কিন্তু অসাধারণ লাগে । কেননা
মন বড় না হলে কেউ
অন্যের প্রশংসা করতে পারে না ।
অন্যকে সন্তুষ্ট করার
সহজ পন্থা হচ্ছে, প্রশংসা করা ।
তবে মজা করে নয়,
সত্যিকার অর্থেই প্রশংসা করুন ।
এতে আপনার স্মার্টনেস ফুটে উঠবে ।
২ । সামান্যতেই রাগান্বিত হবেন নাঃ
চলতে ফিরতে এমন, অনেক কিছু ঘটতে পারে
যাতে আপনার রাগান্বিত হওয়া স্বাভাবিক ।
কিন্তু এমন কিছু ঘটলে
সাথে সাথেই প্রতিক্রিয়া দেখাবেন না ।
এমন পরিস্থিতিতে চুপচাপ থাকুন ।
দেখবেন কিছুক্ষণ পর আপনার
রাগ কমতে শুরু করেছে ।
আবার আপনার সাথে
কেউ রাগারাগি করলেও
ঝগড়া চালিয়ে যাবেন না ।
ক্ষানিকপর দেখবেন
তার রাগও একইভাবে
কমতে শুরু করেছে ।
এবং তার রাগ চলে গেলে
হয়তো সে তার জন্য
লজ্জিতও হতে পারে ।
৩ । পরিপাটি থাকুনঃ
দামী কাপড়-চোপড় পরার চেয়েও
পরিপাটি থাকা বেশি জরুরী ।
কারণ স্মার্টনেস ফুটিয়ে তুলতে
সবার আগে নিজেকে
পরিপাটি হিসাবে
উপস্থাপন করতে হবে ।
আপনার পোশাক, কথা বলা,
চাল, চলন কতটা গোছানো
সেটার উপর নির্ভর করে
আপনি কতটা স্মার্ট ।
এমনকি আপনার
খাওয়ার ধরন দেখেও
বলা যেতে পারে
আপনি কতটা স্মার্ট ।
৪ । সাহায্য করার মানসিকতাঃ
অন্যের সাহায্য করার মানসিকতা
আপনাকে শুধু একজন মানবিক
মানুষ হিসেবেই প্রকাশ করবে না ।
সেই সাথে ফুটে তুলবে আপনার স্মার্টনেসও ।
তাই কেউ সাহায্যের হাত বাড়ালে
যতটা সম্ভব এগিয়ে যাবার চেষ্টা করুন ।
এতে আপনার প্রতি
অন্যদের আস্থা বেড়ে যাবে ।
অন্যের দুঃসময়ে পাশে থাকলে
আপনার দুঃসময়েও অন্যদের পাশে পাবেন ।
৫ । পরিচিতি বাড়ুক অফলাইনেওঃ
সোসাল মিডিয়াতে
পরিচিতি বাড়ুক, সমস্যা নেই ।
সেই সাথে পরিচিতি বাড়ুক অফলাইনেও ।
অনলাইনে বন্ধুদের লাভ রিয়্যাক্টের থেকে
আপনজনদের স্নেহ-ভালোবাসা
অনেক অনেক বেশি দামী এবং জরুরী ।
তাই এগুলো মাথায় রাখবেন ।
পারিবারিক জীবনে
আপনি কতটা সামাজিক,
বন্ধু হিসেবে, আপনি কতটা মিশুক,
এ সব কিছুই বলে দেয়
আপনি আসলে কতটা স্মার্ট ।
Post a Comment