বয়োবৃদ্ধ মা-বাবার সঙ্গে যে ১৫ আচরণ মেনে চলবেন ।


 বয়োবৃদ্ধ মা-বাবার সঙ্গে যে ১৫ আচরণ মেনে চলবেন

১ । বয়স বাড়লে মানুষ শিশুর মতো হয়ে যায় । 

তাই তাদের শিশুসুলভ আচরণে অসহিষ্ণ বা ক্ষুব্ধ হবেন না ।

তাদের প্রতি আরোও সহনশীল হোন ।

২ । বাবা-মা এবং গুরুজনের সাথে 

দেখা হলে আগে সালাম দিন ।

হাসি মুখে কুশল বিনিময় করুন ।

৩ । অযথা হাত নেড়ে বা আঙুল

 উচিয়ে কথা বলা থেকে বিরত থাকুন ।

সঙ্গত কারণ না থাকলে

সানগ্লাস/ক্যাপ খুলে কথা বলুন ।

৪ । বয়োজ্যেষ্ঠদের সাথে কখনোও 

ধমকের সুরে এবং মেজাজ 

দেখিয়ে কথা বলবেন না । 

তাদের যে কোন প্রশ্নের 

উত্তর বিনয়ের সাথে দিন ।

৫ । তাদের কথা শোনার 

ক্ষেত্রে মনোযোগী হোন ।

বিরক্তি বা অস্থিরত 

প্রকাশ করবেন না ।

৬ । যে কোন ভালো কাজে 

যাওয়ার আগে তাদের

দোয়া বা আশির্বাদ নিন ।

৭ । মা ও অবসরপ্রাপ্ত বাবাকে

বিনয়ের সাথে নিয়মিত 

হাত খরচ দিন ।

৮ । বাবা-মার সাথে মতের 

অমিল হলেও তাদের

সাথে তর্ক করবেন না ।

বিনয়ের সাথে নিজের

মতামত প্রকাশ করুন ।

৯ । মুরুব্বি-শিক্ষক গুরুজন

 যে স্বরে কথা বলছেন

তাদের থেকে উচ্চ স্বরে

কথা বলবেন না ।

১০ । বয়োজ্যেষ্ঠদের মতামত কে

গুরুত্ব দিন । সব সময় মাথায় রাখবেন

আপনার নিজের ধ্যান-ধারনা 

সমকালীন হলেও 

জীবন ও জগত সম্পর্কে

তারা আপনার থেকেও অভিজ্ঞ ।

১১ । বাবা-মার সুস্থ্যতা 

এবং দীর্ঘায়ু কামনা করে সব সময়

স্রষ্টার কাছে দোয়া করবেন ।

১২ । ভ্রমণকালে তাদের বার্ধক্যজনিত

কোন শারীরিক অথবা মানসিক

অপারগতা বা অক্ষমতাকে

বারংবার স্মরণ করিয়ে দিবেন না ।

১৩ । মুরুব্বিদের কখনোই

বুড়ো/বুড়ি বলে সম্বোধন করবেন না ।

পঙ্গুত্ব বা শারীরিক 

অক্ষমতার জন্য খোঁটা দিবেন না ।

১৪ । বাইরে থাকলেও, 

দিনে, অন্তত একবার ফোন করে

খোঁজ খবর নিন ।

১৫ । আপনার বেড়ে ওঠায়

মা-বাবার অবদান কৃতজ্ঞচিত্তে

স্মরণ করবেন । আর সন্তান হিসেবে

মনে রাখবেন মায়ের

পদতলে সন্তানের বেহেশত ।












No comments

Powered by Blogger.