নীতি কথা

সত্য বাবু মারা গেছেন

বিবেক বাবুর গায়ে জ্বর ।

নীতি বাবু দেশ ছেড়েছেন

কেউ রাখেনা তার খবর ।

উচিৎ বাবুর কানে তালা

জুলুম বাবুর বেজায় জোর ।

শান্তি বাবু অশান্তিতে

হবে না আর হয়তো ভোর ।




No comments

Powered by Blogger.