জীবনের এই ৭ প্রয়োজনীয় নীতি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন ।
জীবনের ৭ প্রয়োজনীয় নীতি যা আপনাকে বাস্তব জীবনে চলতে সাহায্য করবে ।
১ । মানুষের সাথে আপনার ব্যক্তিগত
বিষয় বা গোপনীয় তথ্য শেয়ার করবেন না ।
কিছু জিনিস আছে যা শুধুমাত্র নিজের মধে রাখা ভাল ।
আপনার লক্ষ্য, উচ্চাকাঙ্খা এবং জীবনের পরবর্তি পদক্ষেপ
সবার কাছে বলে বেড়াবেন না । নীরবে পরিশ্রম করুন এবং
সাফল্যের মাধ্যমে জানিয়ে দিন ।
২ । সবার আগে নিজেকে ভালোবাসা সার্থপরতা নয়
একে বলা হয় নিজের প্রতি যত্নশীলতা ।
অন্যদের সাহায্য করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় ।
চামুচ দিয়ে কাউকে খাওয়াতে যাবেন না
বরং তাদের পথ দেখিয়ে দিন
বাকীটা তারাই করবে ।
৩ । পরিবারকে সব সময় অগ্রাধিকার দিন ।
৪ । অপ্রয়োজনীয় কথা যত কম বলবেন ততো ভাল থাকবেন ।
সবার সাথে মার্জিত কথা বলার চেষ্টা করুন ।
যদি আপনি তর্কের সম্মুখীন হন,
পরিস্থিতি এড়িয়ে চলুন । যুক্তিতে যেতার
সর্বোত্তম পন্থা হলো তর্ক এড়িয়ে চলা ।
৫ । কেউ যদি আপনাকে কেবল ব্যবহার করে,
তবে দ্রুত তার সঙ্গ ছেড়ে দিন ।
আপনার অন্তর্দৃষ্টিতে আস্থা রাখুন ।
কেবল আবেগ দিয়ে জীবন চলে না
মানুষকে বুঝার চেষ্টা করুন ।
যদি আপনার অন্তর্দৃষ্টি আপনাকে বলে যে,
কোনো ব্যক্তি শুধুমাত্র তার সুবিধার জন্য
আপনাকে ব্যবহার করছে তবে নিজ থেকে
তাদের এরিয়ে চলুন ।
৬ । প্রথমে নিজের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করুন ।
যদি অনেক দৌড়া দৌড়ির পরেও সমস্যার সমাধান না হয়
তাহলে মানুষের সাহায্য নেয়ার চেষ্টা করুন ।
৭ । আপনি যখন আবেগ আপ্লুত, রাগান্বিত তখন
কোনক্রমেই কোনো সিদ্ধান্ত নিবেন না ।
যে কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে চিন্তা করার জন্য সময় নিন ।
ঠিক যেমন কোনো কাগজে স্বাক্ষর করার পূর্বে
অবশ্যই সাবধানে পড়তে হবে ।
Post a Comment