যে পাঁচটি খাবার খেলে সহজে বীর্যপাত হয় না ।

সুস্থ দেহ ও আনন্দময় দাম্পত্য জীবন আমাদের সবার কাম্য । দাম্পত্য জীবনকে কিভাবে আরোও বেশি বেশি আনন্দময় উপভোগ্য করে তোলা যায় । এই নিয়ে থাকে আমাদের কত কৌতুহল, কত রকমের প্রচেষ্টা । কেউ কেউ আবার নিয়ে থাকেন ভায়াগ্রার সাহায্য । কিন্তু আমাদের খাদ্যাভ্যাস বা খাবার দাবারোও যে এ ক্ষেত্রে একটা নিয়ামক বা খাবার দাবারোও যে আনন্দময় দাম্পত্য জীবনে প্রভাব রাখতে পারে, সে দিকে আমরা অনেকেই ভ্রুক্ষেপ করি না ।

আজকের লেখাতে আমি এই খাবার বা খাদ্যাভ্যাস আমাদের যৌন জীবনকে কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে আলাপ করতে চলেছি । আজকে আমি এমন পাঁচটি খাবারের কথা বলবো, যে গুলো আপনার খাদ্য তালিকায় রাখলে বা খেলে সহবাসের সময় আপনার বীর্যপাত দীর্ঘায়িত হবে বা যে গুলো খেলে সহবাসের সময় আপনার সহজে বীর্যপাত হবে না । সহজ করে বললে ভায়গ্রার সাহয্য নিতে হবে না । সহবাস হবে আরোও মধুময়, আনন্দময় । তো চলুন শুরু করা যাক ।

নারী পুরুষের যে কোন যৌন সমস্যা যেমন যৌন দুর্বলতা, সন্তান না হওয়া, সহবাসে ব্যর্থতা,দ্রুত-বীর্যপাত এই সব সমস্যা সমাধানে আজকে আলোচিত হতে চলা খাবার গুলি দারুন কার্যকর । আসুন জেনে নিন ৫টি ভেষজ খাবার যে গুলো আপনার যৌন জীবনকে করে তুলবে মধুময় আরোও আনন্দময় ।

১ । সজনে ডাটাঃ এটি খাবার নিয়ম হচ্ছে, এক গ্লাস দুধে সজনেফুল, লবণ ও গোল মরিচ মিশিয়ে একত্রে খেতে হবে । এতে আপনার ক্ষমতা যাবে বেড়ে । সহবাস হবে দীর্ঘক্ষণ ।

২ । রসুনঃ রসুন আপনার রক্তের শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে । ফলে প্রতিদিনের খাদ্য মেনুতে যদি রসুন রাখেন, তাহলে আপনার উত্তেজনা বাড়বে ঠিকই কিন্তু বীর্যপাত সহজে হবে না । সহবাস হবে উপভোগ্য ।

৩ । হিং: আমাদের রান্নার একটি অতিপরিচিত উপাদান বা মসলা হচ্ছে হিং । একগ্লাস গরম পানিতে আধা চামচ হিং মিশিয়ে প্রতিদিন সকালে খেলে, আপনার যৌন দুর্বলতা কেটে যাবে । বিশেষজ্ঞদের মতে টানা ৪০ দিন খেলে আপনার দ্রুত বীর্যপাত সমস্যা দূর হয়ে যাবে । ভায়াগ্রার আর প্রয়োজন হবে না ।

৪ । জিরাঃ জিরায় আছে অতি মূল্যবান পটাশিয়াম এবং জিঙ্ক । যা আমাদের রক্ত সঞ্চালণ প্রক্রিয়া বাড়িয়ে দেয় । যার ফলে বৃদ্ধি পায় আমাদের উত্তেজনা । প্রিতিদিন এক কাপ গরম চায়ের সাথে কিঞ্চিৎ জিরা মিশ্রিত করে খেতে থাকুন । আর দেখতে থাকুন কি ঘটে ।

৫ । তরমুজঃ তরমুজের যাদুকরী প্রভাবের জন্য একে প্রায়শই প্রাকৃতিক ভায়াগ্রা বলে থাকে । টেক্সাস A&M বিশ্ববিদ্যালয়ের ২০০৮ সালের এক গবেষণায় দেখা যায়, তরমুজে আছে লাইকোপেন, সাইট্রুলাইন ও বিটা ক্যারোটিনের মতো উপাদান । যে গুলো আমাদের যৌন উত্তেজনা বাড়াতে ভুমিকা রাখে । এ ছাড়াও এতে আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্পার্মের কোয়ালিটি বর্ধিত করে ।

প্রিয় পাঠক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য মোবারক বাদ । আশা করি লেখাটি আপনাদের ভালো লেগেছে । তো আজ এ পর্যন্তই । কথা হবে পরের কোন এপিসোডে । আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক ।



No comments

Powered by Blogger.